
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » ফটিকছড়িতে হালদায় অভিযান : জাল ও বড়শি ধ্বংস
ফটিকছড়িতে হালদায় অভিযান : জাল ও বড়শি ধ্বংস
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে হালদা নদী থেকে চরঘেরা জাল ও বিভিন্ন ধরনের বড়শি জব্দ পরবর্তী ধ্বংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে এনে উপজেলা মাঠে এসব ধ্বংস করা হয়।
জব্দকৃতের মধ্যে রয়েছে ১০টি চরঘেরা জাল এবং ৩৫৭টি বিভিন্ন ধরনের বরশি। চরঘেরা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় দুই হাজার ৩০০ মিটার।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ইউএফও) মো. আজিজুল ইসলাম জানান, ‘ফটিকছড়িবাসী হালদার আমানতদার। এ আমানতদারিতা রক্ষা করতে পুরো বাংলাদেশে বিশুদ্ধ প্রজাতির মাছ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে হালদা নদীতে ব্যবহৃত জাল, বরশি, ঝাক বা বাঁশের ভেলা উচ্ছেদ করতে আমাদের দপ্তর এবং উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী, হালদার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সহকারী পরিচালক মো. নাসিম আল মাহমুদ, ফটিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম এবং রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলমগীর আজাদী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘হালদাকে বাঁচাতে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।’