বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট আহত ২
ঈশ্বরগঞ্জে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট আহত ২
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন আহত হয়েছে। এব্যাপারে ভুক্তভোগী ফাতেমা বেগম (৪৫) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলো- নিজতুলন্দর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুস ছামাদ (৬২) এবং তার দুই পুত্র মাকসুদ (২৬), নাহিম (২২)।
থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের কাজী মোজাফফর আলীর পুত্র কাজী হাফিজুল ইসলামের সাথে একই বাড়ির মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুস সামাদের দীর্ঘদিন যাবত জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও বুধবার সকালে বিরোধপূর্ণ স্থানে বেড়া দিয়ে প্রতিপক্ষ দখলে নেয়ার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে আব্দুস সামাদ ও তার ছেলেরা হাফিজুল ও তার স্ত্রী ফাতেমা বেগমকে বেধরক মারপিট করে এবং ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফাতেমা বেগমকে প্রাথমিক চিকিৎসা ও তার স্বামী হাফিজুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুস ছামাদ বলেন, তারা আগে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। পরে দু’পক্ষের লোকজনেই মারামারিতে লিপ্ত হয়। শ্লীলতাহানির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। নিজের কাপড় নিজে ছিঁড়ে এই নাটক সাজিয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নয়ন মিয়া বলেন, বিষয়টি সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে উভয়পক্ষকে নিয়ে একাধিকবার বসেছি। কিন্তু সমাধান হয়নি। যেহেতু জাগয়া নিয়ে আদালতে মামলা চলমান তাই উভয়পক্ষকে ধৈর্য ধরতে বলেছি। কিন্তু আব্দুস ছামাদের ছেলেরা একটু উগ্রপন্থী। শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তারা মারামারিতেই জড়ালো। যা অত্যন্ত দুঃখজনক।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন 