রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর অধিকার ও মর্যাদাবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান
নারীর অধিকার ও মর্যাদাবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হবার আহবান
শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নারী সংস্কার কমিশনের সুপারিশ কেন্দ্র করে গত ক’দিন ধরে কিছু মহল থেকে কমিশনের সদস্যদের বিরুদ্ধে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে তারা বলেন, নারী কমিশনের সুপারিশ ঘিরে তাদের এসব তৎপরতা রুচি ও শালিনতার সকল সীমাও অতিক্রম করে গেছে।এসব কর্মকান্ড দেশের নারীদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, তাদের মধ্যে আতংকও তৈরী করছে।
বিবৃতিতে তারা বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে যেভাবে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে নারীর সম্মান ও মর্যাদায় বিশ্বাসী কোন সভ্য সমাজ তা গ্রহণ করতে পারেনা।এই ঘটনা নারীর বিরুদ্ধে এক ভয়ংকর বার্তা দিচ্ছে এবং জুলাই - আগস্ট
গণঅভ্যুত্থানের অর্জনকেও কালিমালিপ্ত করছে এবং বহির্বিশ্বেও বাংলাদেশ খারাপভাবে চিত্রিত হচ্ছে।
তারা বলেন, নারী সংস্কার কমিশনের কোন সুপারিশ সম্পর্কে কারও ভিন্নমত বা আপত্তি থাকতে পারে। কিছু সুপারিশ সম্পর্কে আমাদেরও ভিন্নমত রয়েছে। একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। কোন কমিশনের কোন সুপারিশই এখনও গৃহীত হহয়নি। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই সুপারিশ গৃহীত হবে।কিন্তু আলাপ আলোচনার আগেই যেভাবে কমিশনের বিরুদ্ধে হুংকার দেয়া হচ্ছে তাও জবরদস্তিমূলক ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই - আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যে বিরুদ্ধে এবং এই গণজাগরণ - গণ অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সাম্প্রতিক এসব তৎপরতা জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থী।
তারা চরম নারীবিদ্বেষী এসব উসকানিমূলক ঘটনায়
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহের নিরব ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন এবং বলেন নারীর সাংবিধানিক - গণতান্ত্রিক অধিকার ও মর্যাদায় বিশ্বাসী হলে এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদেরকে পরিস্কার অবস্থান গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নারীর অধিকার ও মর্যাদা বিরোধী নারীবিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের নারী সমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 