
রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » রাবিপ্রবি’তে কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
রাবিপ্রবি’তে কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে কর্মচারীদের জন্য অভ্যন্তরীণ কর্মদক্ষতা উন্নয়ন ও সময় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ২৬ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তিনি উপস্থিত প্রশিক্ষণার্থী কর্মচারীদের কর্মদক্ষতা ও সময়ের ব্যবস্থাপনা বিষয়ক পদ্ধতিগত ও কৌশলগত বিষয়াদি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি কর্মচারীদের পেশাদারিত্ব বজায় রেখে সঠিক লক্ষ্য নির্ধারণ করে ব্যক্তিগত ও পেশাগত জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার বিষয়ে আলোচনা করেন।
তিনি আরো বলেন, সঠিক জায়গায় সঠিক আচরণ করা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমেই একজন মানুষের র্স্মাটনেস প্রকাশ পায়। তাই একজন দক্ষ সময় ব্যবস্থাপক হতে হলে সবাইকে র্স্মাট হতে হবে। তিনি আরো বলেন,সময় ব্যবস্থাপনা বলতে বোঝায় সময়কে কার্যকরভাবে পরিচালনা করা যাতে সঠিক সময়ে সঠিক কার্য সম্পাদিত হয়।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দ্যেশে বলেন, সময়ের সঠিক ব্যবহার করতে হলে তিনটি বিষয়ে আলোকপাত করতে হবে বিষয়গুলো হচ্ছে প্রথমত লক্ষ্য নির্ধারণ করতে হবে দ্বিতীয়ত পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দৃঢ়তার সাথে টিকে থাকতে হবে। তিনি আরো বলেন, সময় ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধি পায়, সঠিক সময় ব্যবস্থাপনা পেশাগত ও মানসিক চাপ কমিয়ে ব্যক্তিজীবনকে সুন্দর করে তুলতে পারে।
প্রশিক্ষণে রাবিপ্রবি’র (গ্রেড ১১-১৬) সকল কর্মচারীগণ প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া প্রশিক্ষণে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর কোর্স পরিচালক সূচনা আখতার, রাবিপ্রবি’র উপ-রেজিস্ট্রার (একাডেমিক) ও অতিরিক্ত দায়িত্ব (আইকিউএসি’র) মাহবুব আরা এবং একাডেমিক শাখার সেকশন অফিসার প্রসেনজিৎ ত্রিপুরা উপস্থিত ছিলেন।