মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
মোস্তফা রাজু :: রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে পরীক্ষার্থীদের জন্য বিশ্রামের সুবিধা, কোমল পানীয় বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার সকালে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে নাইমুল ইসলাম রনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও হালকা নাস্তা বিতরণ করেন।
এছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্যও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। অভিভাবকদের জন্যও নাস্তার আয়োজন করেন ছাত্রদলের এই নেতা। নাইমুল ইসলাম রনি বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের পাশে থাকার এই ধারা আমরা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”এই আয়োজনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পরীক্ষার মধ্যে এমন সহায়তা পাওয়া সত্যিই প্রশংসনীয়। আমাদের অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং নাস্তার আয়োজন আমাদের মন ছুঁয়েছে। ছাত্রদলের এই উদ্যোগ যেন ভবিষ্যতেও চলতে থাকে।”এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, মো. মামুনসহ ছাত্রদলের অন্যান্য নেতারা।
এই উদ্যোগ রাজস্থলীর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে ছাত্রদলের সমাজসেবামূলক কার্যক্রমের প্রতি আগ্রহ বাড়িয়েছে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 