মঙ্গলবার ● ১৫ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
মোস্তফা রাজু :: রাঙামাটির রাজস্থলী উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে পরীক্ষার্থীদের জন্য বিশ্রামের সুবিধা, কোমল পানীয় বিতরণ এবং প্রাথমিক চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
১৫ এপ্রিল মঙ্গলবার সকালে রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখা হয়। পরীক্ষা শেষে দুপুর ১টার দিকে নাইমুল ইসলাম রনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে কোমল পানীয় ও হালকা নাস্তা বিতরণ করেন।
এছাড়া পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্যও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। অভিভাবকদের জন্যও নাস্তার আয়োজন করেন ছাত্রদলের এই নেতা। নাইমুল ইসলাম রনি বলেন, “ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা রাজস্থলীতে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের পাশে থাকার এই ধারা আমরা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”এই আয়োজনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পরীক্ষার মধ্যে এমন সহায়তা পাওয়া সত্যিই প্রশংসনীয়। আমাদের অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং নাস্তার আয়োজন আমাদের মন ছুঁয়েছে। ছাত্রদলের এই উদ্যোগ যেন ভবিষ্যতেও চলতে থাকে।”এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাজু আহমেদ, মো. মামুনসহ ছাত্রদলের অন্যান্য নেতারা।
এই উদ্যোগ রাজস্থলীর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়েছে ছাত্রদলের সমাজসেবামূলক কার্যক্রমের প্রতি আগ্রহ বাড়িয়েছে।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন
কাউখালীতে কৃষি ব্যাংকের মতবিনিময় সভা
নানিয়ারচরে সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ 