সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাউজানে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা
রাউজানে যুবদল নেতাকে পিটিয়ে হত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কমর উদ্দিন টিটু (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছে।
১৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির হাটে বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনা ওসমান, জামাল উদ্দিন তালুকদার ও মো. মহিউদ্দিন নামের আরও ৩ ব্যক্তি আহত হয়। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত কমর উদ্দিন টিটু হলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর সর্তা গ্রামের মো.আলীর ছেলে। তিনি সম্প্রতি প্রবাস জীবন শেষে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এলাকায় যুবদলের রাজনীতি পরিচয় রয়েছে তার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় আমির হাট বাজারে কমর উদ্দিনের ওপর হামলা চালায় তার প্রতিপক্ষের জামাল উদ্দিন তালুকদারের নেতৃত্বে প্রায় ২০-২৫ জন। এসময় তাকে বেধড়ক পেটানো হয় এবং ছুরিকাঘাত করা হয়। গুরুত্ব আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থান অবনতি হলে সেখানে থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা যায়। সেখানে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে অভিযুক্ত উপজেলা বিএনপি’র সদস্য মহিউদ্দিন তালুকদার বলেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন কমরকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছে৷ এতে তার মৃত্যু হয় বলে শুনেছি। স্থানীয় যুবদলকর্মী জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটছে। তাকে ছুরিকাঘাত ও মাথায় আঘাত করা হয়। ঘটনার কয়েক ঘন্টা আগে কমর উদ্দিন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টাটাস দেন। ‘সেখানে তিনি এলাকার কয়েকজনের নাম উল্লেখ করে মাটি কাটা, অপকর্ম ও দালালি’র অভিযোগ তোলেন।
সূত্রে জানা গেছে, গত শুক্রবার হলদিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার রাতে স্থানীয় বাজার ইফতার মাহফিল ও সম্প্রতিক মাটিকাটা নিয়ে তিনি সমালোচনা করেন। এছাড়াও রাউজানের সাবেক এমপি ফজলে করিমের পুরানো একটি ব্যানার বাজারে অফিসে ঝুলে আছে এটি নিয়েও কথা হয়।
এগুলো’কে কেন্দ্র করে স্বদলীয় বিএনপি নেতাকর্মীদের সাথে তার তর্কবিতর্ক হয়। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এশারের আজানের সময় কমর ঘর থেকে বাহির হয়। ঘন্টাখানিক পরে শুনি তাকে কারা পিটিয়েছে। হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। কমর সৌদি আরব প্রবাসী ৩ মাস পূর্বে ছুটিতে দেশে আসেন। ইদের পর আবারও নিজ কর্মস্থলে চলে যাওয়ার কথা ছিলো। তার সংসারের ২টি ছেলে ও একটি কন্যাসন্তানের জনক। বড় ছেলে প্রতিবন্ধী বলে জানা গেছে। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে থানায় কেউ অভিযোগ দেননি। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের ধরতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন 