শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » শিল্পপতি আলাউদ্দিন পাঁচ হাজার রোজাদারকে ইফতার করালেন
শিল্পপতি আলাউদ্দিন পাঁচ হাজার রোজাদারকে ইফতার করালেন
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় এবারো আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের আয়োজনে শিল্পপতি ও দানবীর আলাউদ্দিন আহমেদের অর্থায়নে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ শুক্রবার কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক অডিটোরিয়ামে তিনি প্রায় পাঁচ হাজার রোজাদারকে উন্নতমানের ইফতার করান সেই সাথে ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। প্রতি বছর দানবীর আলাউদ্দিন আহমেদ আলাউদ্দিন নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আলাউদ্দিন আহমেদ রোজাদারদের সাথে বসে ইফতার করেন। তারই অংশ হিসেবে এ বছর রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন। বেশ কিছুদিন ধরে আলাউদ্দিন আহমেদের মাথার সমস্যা দেখা দিয়েছিল। সম্প্রতি সিঙ্গাপুর থেকে অপারেশন করে সুস্থ হয়েই গ্রামে ফিরেই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। তবে তিনি ১৯৯৫ সাল থেকে প্রতি রমজানে ইফতার করানোর ধারাবহিকতা রক্ষা করে চলেছেন। গত শুক্রবারের ইফতারীর আয়োজনটা ছিল অনেকটাই ভিন্ন, কারন এতবড় ইফতারের আয়োজন করায় গ্রামবাসী থেকে শুরু করে আশ-পাশের জেলা উপজেলা থেকে রোজাদাররা এসেছিলেন ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিতে এবং তাকে এক নজর দেখতে। রোজাদার ব্যক্তিরা বলেন, শুধু অর্থ থাকলেই হয় না। বড় মন থাকতে হবে। আলাউদ্দিন আহমেদ বড় মনের মানুষ। তাইতো তিনি প্রতি বছরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেন তার নিজ খরচে। এই রমজান মাসে প্রায় পাঁচ হাজার রোজাদারকে ইফতার করালেন। বৃহৎ-বৃহৎ দুইটা অডিটেরিয়াম কানায়-কানায় পূর্ণ হয়ে যাওয়ার পরও খোলা আকাশের নিচেও ইফতার করান আয়োজক কমিটি, তবে ইফতারের কোন কমতি ছিলনা। তিনি দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল লি: ও একাধিক শিল্প প্রতিষ্ঠানের মালিক। তারা এটাও বলেন, আলাউদ্দিন আহমেদ এখন একটি নাম নয়, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। আলাউদ্দিন আহমেদ এখন আলাউদ্দিন নগরের সন্তান নয়, তিনি সমগ্র বাংলাদেশের এক গৌরবান্বিত সন্তান। এক সময়ের অন্ধকারাচ্ছন্ন গ্রামটিতে সাধারন মানের শিক্ষা প্রতিষ্ঠান, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ও প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে যে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছেন তা তারই নিঃস্বার্থ অবদান। তাঁর এ যুগান্তকারী সংস্কারমুলক কর্মকান্ডেই আজ তিনি এই গ্রামের রূপকার। তিনি একজন অতি ভদ্র, নম্র, মার্জিত, বিনয়ী ও সফলতায় মোড়ানো জনপ্রিয় একজন সমাজসেবক। মহাসাগরের মত বিশাল হৃদয়ের অধিকারী, যাঁর কোন তুলনা হয়না। ধর্মীয় শাস্ত্র মতে, এক দানা বিলাইলে হাজার দানা মেলে। কথাটা যতার্থই প্রমানীত, আলাউদ্দিন আহমেদ তাঁর একক উপার্জিত অর্থ দু’হাতে বিলিয়ে দিচ্ছে, কই তাঁরতো কোন অর্থের কমতি হয়নি, বরং বেড়েই চলেছে। তার এই কর্মকান্ড দেখে অন্য একজন বলেন, আমি হাজী মুহম্মদ মহসীনকে দেখি নাই, দেখেছি বর্তমান সময়ের হাজী মুহম্মদ মহসিনকে, তিনি হল আজকের বর্তমান সময়ের সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ। তার জীবনদর্শনই হচ্ছে মানবপ্রীতি, মানুষের কল্যানে নিবেদিত এক প্রাণ। এক কথায় বলা যায়, তিনি একজন অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক ও আলোকিত মানুষ।




কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ
ঝিনাইদহে উৎযাপন হয়েছে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 