রবিবার ● ২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী (আবদুল্লাহ আল মাহমুদ জামালী) আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় অসুস্থ ছিলেন। চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গণ সংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি অনেক জনপ্রিয় গণ সংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন।
যেকোন দু্র্যোগে তিনি সর্বস্ব উজাড় করে গণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড়বোন। তার দুই বোন রবীন্দ্র সংগীত শিল্পী শাহানা জামালী ও সাগরিকা জামালী। আর এক বোন কবি ও সাংবাদিক মঞ্জুলিকা জামালী। তার ভাই রোমেলো জামালী একজন ব্যাংকার।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক তার বড় ভগ্নিপতি।
পার্টি ও তার পরিবারের সিদ্ধান্তে তার মরদেহ বার্ডেমের শবাধারে রাখা হচ্ছে।
পরিবারের সদস্যরা বিদেশ থেকে দেশে ফিরলে আগামী ৭ মার্চ সকাল ১০ টায় শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর খান আজ এক বিবৃতিতে গুণী শিল্পী এপোলো জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তার প্রয়াণে দেশের পরিবর্তনকামী গণ সাংস্কৃতিক আন্দোলনের অপূরনীয় ক্ষতি হল। এই শুন্যতা সহুজে পূরণ হবার নয়।
তিনি এপোলো জামালীর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণসংগীত শিল্পী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী ( আবদুল্লাহ আল মাহমুদ জামালী) এর মৃত্যুতে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারণ সম্পাদক জুঁই চাকমা শোক প্রকাশ করেছেন।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 