শুক্রবার ● ১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » বিতর্কিত আইনে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ হতে পারে
বিতর্কিত আইনে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ হতে পারে
![]()
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন নির্বাচন কমিশন গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরানো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে।তিনি বিস্ময় প্রকাশ করে বলেন,নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের যেমন কোন মতামত নেয়নি তেমনি রাজনৈতিক দলগুলোর সাথেও কোন পরামর্শ করেনি। তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের দিক থেকেও এই ব্যাপারে তাদের প্রস্তাবনা জানানোর সুযোগ ছিল।
তিনি উল্লেখ করেন নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন কমিশন যদি নির্বাচনের প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দলের সাথেই কথা না বলেন তাহলে কমিশনের যৌক্তিক সুপারিশসমূহ কিভাবে কার্যকরি হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে এবং লাইনচ্যুত না হয়েএই ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।
তিনি বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা খোল নলচে পালটানো ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।তিনি নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।
তিনি বলেন, প্রতিত ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় আবার ফিরে আসার চেষ্টা করছে।সে কারনে অস্থিতিশীলতা সৃষ্টির কোন ধরনের উসকানিতে পা না দেবার জন্য তিনি দেশবাসীর প্রতি আহবান জানান।
মিরপুরের শেওড়াপাড়ায় এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির শেওড়াপাডা আঞ্চলিক কমিটির সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মীর রেজাউল আলম, মীরপুর অঞ্চলের সংগঠক জামিরুল রহমান ডালিম, হোসেন খান প্রমুখ।
বহ্নিশিখা জামালী বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান পরিবর্তনের যে সম্ভাবনা জাগিয়ে তুলেছে তাকে বাস্তবায়ন করতে হবে।তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট ও সমাজ গঠনের মধ্য দিয়েই অভ্যুত্থানের হাজারো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
আকবর খান বলেন, যে কোন রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা দরকার।
মোফাজ্জল হোসেন মোশতাক বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের কোন সংস্কার পদক্ষেপও কার্যকরি হবেনা।
সভার শুরুতে গত জুলাই - আগস্টের গণঅভ্যুত্থান মীরপুর অঞ্চলের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।




কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ
ঝিনাইদহে উৎযাপন হয়েছে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 