শিরোনাম:
●   জনশুমারি ও গৃহগণনায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম সংযুক্ত করার আবেদন ●   ন্যাশনাল ডিফেন্স কলেজ এর ফেলোগণদের সাথে রাঙামাটিতে মতবিনিময় সভা ●   ফটিকছড়িতে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে তিন শিক্ষক গ্রেফতার ●   নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তির বাধা দূর করতে হবে ●   ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার ●   রাঙ্গুনিয়াতে আইন শৃঙ্খলা রক্ষার্থে সচেতনতা মুলক ক্যাম্পেইন ●   কাউখালীতে ১১টি ভারতীয় গরু আটক ●   মিরসরাইয়ে বসতঘর থেকে ৬৯টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার ●   নবীগঞ্জে ইউপি সদস্য জাহেদের অপতৎপরতা ●   পানছড়িতে অসহায় পরিবারকে গৃহ পূর্ণনির্মান ●   ফটিকছড়ির ছয় ইউপিতে চেয়ারম্যান না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত ●   ঈশ্বরগঞ্জে অপহরণ মামলার আসামি গ্রেফতার ●   রোটারেক্ট ক্লাব অব চিটাগং এলায়েন্স’র নতুন কমিটি গঠন ●   ‘আলোর পথে’র মহিলা মাহফিল সম্পন্ন ●   ঢাকা সফররত চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধি দলের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক ●   দীর্ঘসুত্রিতা পরিহার করে বিচার,সংস্কার ও জাতীয় নির্বাচনের কার্যকরি পদক্ষেপ নিন ●   রাঙামাটির রাজনগর ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ ●   রাবিপ্রবি’তে কর্মচারীদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ●   নবীগঞ্জে সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা নানু গ্রেফতার ●   রাঙামাটি-চট্টগ্রাম রোডে অবৈধ সভাপতি সৈয়দ কোম্পানীর লক্কর-জক্কর বাস চলাচল করছে
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Daily Sonar Bangla
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘোড়াঘাটে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ
১৮৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাধীন নয়াপাড়া জামে মসজিদের টিআর প্রকল্পের টাকা আত্মসতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মসজিদ কমিটির ১০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ঘোড়াঘাট পৌরসভাধীন নয়াপাড়া জামে মসজিদের নামে টিআর প্রকল্পের জন্য কয়েক লাখ টাকা বরাদ্দ আসে। ঘোড়াঘাট পৌর কাউন্সিলর ও নয়াপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক আব্দুস সোবাহান মসজিদ কমিটির রেজুলেশন ছাড়াই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগসাজশ করে বরাদ্দকৃত টাকা গোপনে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এছাড়াও পৌরসভা থেকে বরাদ্দকৃত টাকার মধ্য থেকে মসজিদে ১ লাখ টাকা দিয়ে আর কোনো হিসাব নিকাশ দেওয়া হয়নি। অভিযোগে উল্লেখ করা হয়েছে উত্তোলনকৃত টাকার মধ্যে ৩ লাখ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ঘোড়াঘাট পৌরসভাধীন ইদগাহ মাঠে মিনার নির্মাণে একটি প্রকল্প বাবদ টিআর থেকে টাকা দেওয়া হয়েছে। এছাড়া অফিস থেকে আর কোনো তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানানো হয়। অপরদিকে প্রকল্পের বিষয়ে পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং জানান টিআর প্রকল্প থেকে টাকা এসেছে তবে কাগজপত্র যাচাই বাছাই না করে কিছু বলা যাবে না।

মসজিদ কমিটির সভাপতি রফিকুল আলম জানান, উপজেলা থেকে বরাদ্দকৃত ৩ লাখ ৫৪ হাজার ও পৌরসভা থেকে বরাদ্ধ ১ লাখ ৫০ হাজার টাকার মধ্যে ১ লাখ টাকা মসজিদে দেওয়া হয়েছে। বাকি টাকার কোনো হিসাব দেওয়া হয়নি। এ নিয়ে মসজিদ কমিটির ১০ জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র দিনাজপুর-৬ আসনে সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি।

অভিযোগের বিষয়ে কথা হলে মসজিদ কমিটির সাধারন সম্পাদক ও ঘোড়াঘাট পৌর কাউন্সিলর আব্দুস সোবাহান জানান, উত্তোলনকৃত টাকা ইদগাহ মাঠ ও কবরস্থানের জন্য ব্যয় করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগের ব্যাপারে মাঠ পর্যায়ে উপস্থিত হয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘোড়াঘাটে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ঘোড়াঘাট :: দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ও পৌর আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে উপজেলা প্রশাসন ও ঘোড়াঘাট সরকারি কলেজের উদ্দোগে উপজেলা চত্বরে একটি র‌্যালি বের হয়।

পরে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার জগদীশ চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু প্রমুখ। শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।





আর্কাইভ