বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
রাঙামাটি ০৭ মার্চ, ২০২৪ :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ ৭ই মার্চ ২০২৪ খ্রি. তারিখ বৃহস্পতিবার জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সকাল সাড়ে ৮টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এর নেতৃত্বে বোর্ডের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ এক মিনিট নিরবতা পালনের শেষে রাঙামাটি সদর উপজেলা পরিষদের সম্মুখে স্থাপিত বঙ্গবন্ধু মূর্যালে পুস্পস্তবক অর্পণসহ করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব), সদস্য প্রশাসন জসীম উদ্দিন (উপসচিব), বোর্ডের নবযোগদানকৃত সদস্য মোহাম্মদ মাহবুবউল করিম (উপসচিব)সহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় বোর্ডের কর্ণফুলী সম্মেলন কক্ষে ঐতিহাসিক ৭ই মার্চ ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। সভাটি সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্মসচিব)।
বক্তব্যের শুরুতে বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত সকল শহীদ, জাতীয় ৪ নেতা ও মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ হলো অলিখিত, অসাম্প্রদায়িক এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির চেতনা। অসাম্প্রদায়িক চেতনা ও ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে মানুষের কল্যাণে কাজ করা যায় এবং ভ্রাতৃত্ববোধ স্থাপন করা যায় সেটা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে জানতে পারি শিখতে পারি। এসময় তিনি বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীদের প্রতি দায়িত্ববোধ নিয়ে মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
ভাইস চেয়ারম্যান বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চিন্তাপ্রসূত প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন এবং তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত প্রাণ হয়ে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বোর্ডের সদস্য প্রশাসন মো. জসীম উদ্দিন (উপসচিব), নবযোগদানকৃত সদস্য মোহাম্মদ মাহবুবউল করিম, কর্মচারী কল্যান পরিষদের সভাপতি আমিনুর রশিদ বুলবুল, সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন তথ্য অফিসার ডজী ত্রিপুরা এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে মূল আলোচনা সভা শুরু হয়।
এছাড়া বোর্ডের নির্বাহী প্রকৗশলী তুষিত চাকমা, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যান ময় চাকমা, গবেষণা কর্মকর্তা জনাব কাইংওয়াই ম্রো, রাঙামাটির সহকারী প্রকৌশল (সিভিল) মো. খোরশেদ আলম ও ত্রয়া সরকার, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তাবৃন্দসহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
রাঙামাটি জেলাবাসির সুখ-শান্তি কামনায় রাজবন বিহারে জুঁই চাকমা পূণ্যানুষ্ঠান
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা 