রবিবার ● ৩০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » অবস্থান কর্মসূচীতে গ্রেফতার ও হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল
অবস্থান কর্মসূচীতে গ্রেফতার ও হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল
গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচী থেকে মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল বাবলুসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও হামলা আক্রমণের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভল সমাবেশের পর মঞ্চের নেতা কর্মীদের একটি প্রতিবাদী মশাল তোপখানা রোড, বিজয়নগর হয়ে পল্টনে এসে শেষ হয়।
মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দমন নিপীড়ন করে সরকার শেষ রক্ষা করতে পারবেনা। তারা বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থানে সরকার ও সরকারি দল যেভাবে হামলা - আক্রমণ করেছে, নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে তা সরকার ও সরকারি দলের চরম বেসামাল অবস্থার প্রমাণ। তারা বলেন, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেন সরকার ও সরকারি দলকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করেন।
আজ মঞ্চের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 