রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি ও তাদের সাথে দূর্ব্যবহার বন্ধ করুন : সাইফুল হক
রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি ও তাদের সাথে দূর্ব্যবহার বন্ধ করুন : সাইফুল হক
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক পরিবেশবান্ধব গণপরিবহন রিকশাকে আধুনিক ও যুগোপযোগী করে রাস্তায় চলা নির্বিঘ্ন করার আহবান জানিয়েছেন এবং রিকশা শ্রমিকদের উপর পুলিশী হয়রানি ও তাদের সাথে তুই তোকারি বন্ধ করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন,রিকশা শ্রমিকেরা শহর জনপদের গুরুত্বপূর্ণ অংশ। সবাই রিকশা শ্রমিকদের সেবা নেয়; কিন্তু কেউই তাদেরকে অধিকার দিতে চায়না।রাজনৈতিক দলসমূহ তাদের মিটিং মিছিলে রিকশা শ্রমিকদেরকে ব্যবহার করে ; কিন্তু তাদের রাজনৈতিক এযেন্ডায় রিকশা শ্রমিক কোন যায়গা নেই।
তিনি রিকশা শ্রমিকদের ফ্রী লাইসেন্স, কমদামে রেশনের ব্যবস্থা, রিকশা শ্রমিকদের উপযুক্ত বাসস্থান, বিনা খরচে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং শ্রমিকদের অংগহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান প্রদান নিশ্চিত করার দাবি জানান।
তিনি অধিকার আদায়ে রিকশা শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন - সংগঠন জোরদার করার আহবান জানান।
বহ্নিশিখা জামালী বলেন, এই দু্র্মূল্যের বাজারে রিকশা শ্রমিকসহ শ্রমজীবীদের বেঁচে থাকাই কঠিন। তিনি রিকশা শ্রমিকদের মানবিক অধিকারসমূহ বাস্তবায়নে আহবান জানান।
মোফাজ্জল হোসেন মোশতাক রিকশা শ্রমিকদের সভা সমাবেশে কোন বাঁধা প্রদান না করার দাবি জানান।
প্রতিনিধি সভায় কবি জামাল সিকদারকে আহবায়ক ও গোলাম রাজিবকে সদস্য সচিব নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
গতকাল বিকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সংগঠনের আহবায়ক কবি জামাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারী নেত্রী বহ্নিশিখা জামালী,শ্রমিক নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ মোঃ ফেরদৌস, সংগঠনের সদস্যসচিব গোলাম রাজিব, কেন্দ্রীয় সদস্য আহসান হাবিব পুলক, তুহিন খান,মো মুরাদ, এস এম মঞ্জুরুল ইসলাম, মহিবুল্লাহ রুবেল, ফারুক মন্ডল, মোঃ শহীদুল, মোঃ আজিজ, এমদাদুল,, রেজাউল করিম, মোঃকামাল,মোঃ তুজাম,মোঃ ফিরোজ প্রমুখ।
সভার শুরুতে সাম্প্রতিক সময়ে ভবনে বিষ্ফোরণে নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 