বৃহস্পতিবার ● ৮ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » শামস উদ্দিন খাঁন জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা নির্বাচিত
শামস উদ্দিন খাঁন জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা নির্বাচিত
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামস উদ্দিন খাঁন হবিগঞ্জ জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
৭ ডিসেম্বর বুধবার সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আলোচনা সভা শেষে পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে তাকে জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা ঘোষণা করে তাকে সম্মাননা স্বারক প্রদান করেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
এ সময় সহকারী পুলিশ সুপারগণ ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে ও তিনি একাধিকবার জেলার মধ্যে শ্রেষ্ট তদন্ত কেন্দের ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন,এ পাওয়া আমার কাছে সব চেয়ে বড় পাওয়া। তিনি জনগণের সেবক হিসেবে আজীবন মানুষের কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য পুলিশ কর্মকর্তা শামস উদ্দিন খাঁন গোপলার বাজার যোগদানের পূর্বে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
কানাইপুর প্রাইমারী স্কুলে ক্লাশ সমাপনীদের বিদায়
নবীগঞ্জ :: নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ক্লাস সমাপনী ও বিদায় অনুষ্টান ৭ ডিসেম্বর বুধবার সকালে বিদ্যালয়ে অনুষ্টিত হয়। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বিদায়ী উপহার প্রদান করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজেশ চন্দ্র রায় নিতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি ও প্রেসক্লাবেে সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহিম,সহ-সভাপতি মোঃ কবির মিয়া। বক্তব্য রাখেন,সহকারী শিক্ষিকা অঞ্জলি রানী দাশ,সহকারী শিক্ষিকা হাসনা খানম, সহকারী শিক্ষিকা কলি চক্রবর্তী,সহকারী শিক্ষিকা জবা রানী দাশ। এ সময় অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে কেক কাটা আনন্দঘন পরিবেশে বিদ্যালয়ের সভাপতি ও শিক্ষকদের পক্ষ থেকে ৫ম শ্রেণীর ৪০ জন ছাত্র-ছাত্রীকে উপহার এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ে স্মৃতি উপহার প্রদান করা হয়।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 