শুক্রবার ● ২১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘোড়াঘাটে সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল উদ্বোধন
ঘোড়াঘাটে সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সংবাদ ভিত্তিক ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ “ঘোড়াঘাট সময় ” এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২০ অক্টোবর দুপুরে ঘোড়াঘাট পৌর কার্যালয়ের সভাকক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। তিনি তার বক্তব্যে বলেন, ঘোড়াঘাট সময় নামে সংবাদ ভিত্তিক চ্যানেল চালু করা একটি সময়োপযোগী পদক্ষেপ। ইতিহাস ঐতিহ্য সম্বলিত ঘোড়াঘাট এলাকাকে বিশ্ব পর্যায়ে তুলে ধরতে এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এছাড়া ঘোড়াঘাট সময় বিভিন্ন অন্যায়-অনিয়ম, দূর্নীতি, অসংগতি ও উন্নয়নের সংবাদ তুলে ধরবে বলে তিনি মনে করেন।
অনুষ্ঠানে চ্যানেল এস টেলিভিশন প্রতিনিধি ও ঘোড়াঘাট সময়- এর এডমিন আনভিল বাপ্পি’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক একরামুল হক, সাংবাদিক সামসুল ইসলাম সামু, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, শফিকুল ইসলাম, সুলতান কবির, আবু সুফিয়ান, রাফছানজানী শুভ সহ আরও অনেকে। শেষে সবার উপস্থিতিতে অতিথিরা কেক ও ফিতা কেটে ঘোড়াঘাট সময়- এর উদ্বোধন করেন।
ঘোড়াঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ঘোড়াঘাট :: “বর্জ্যের পরিশোধন নিশ্চত হবে টেকসই স্যানিটেশন” -”হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ প্রতিপাদ্য নিয়ে সামনে রেখে ঘোড়াঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২০ অক্টোবর সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ইং উপলক্ষে সেখানে হাত ধোয়ার কৌশল দেখানো হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার প্রদীপ সরকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল উপ-সহকারী প্রকৌশলী সিরাজুল সালেকিন প্রমুখ।




খাগড়াছড়িতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির পক্ষ থেকে এম.এন লারমা’র প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে জননেতা সাইফুল হকের শ্রদ্ধাজ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠিত
বিশ্বাসযোগ্য সুষ্ট-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘন্টার ভিতর রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি
তারেক রহমানের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
বাংলাদেশের নারী শিক্ষা উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান অপরিসীম : জুঁই চাকমা
রাঙামাটি-২৯৯ আসনে জুঁই চাকমার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক 