সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » আলেমদের সহ বেগম জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা হাইকোর্ট ছাড়ব না : ডা. জাফরুল্লাহ চৌধুরী
আলেমদের সহ বেগম জিয়াকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা হাইকোর্ট ছাড়ব না : ডা. জাফরুল্লাহ চৌধুরী
ঢাকা :: মামুনুল হকের সাথে তার পরিবারের দেখা করতে না দেওয়ায় সরকারকে জালেম সরকার বললেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
হয়রানীমূলক মামলায় রাজবন্দী ও ধর্রমীয় নেতাদের দীর্ঘ কারাবাস, নাগরিক সমাজের উদ্বেগ’ রবিবার,৩ জুলাই সকাল ১০ টায় জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় প্রেস ক্লাবে ‘গণ মতামত কেন্দ্র’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেন।
মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম,বীর প্রতীক, চেয়ারম্যান-বাংলাদেশ কল্যান পার্টি, সভাপতিত্বে অনুষ্ঠিনটি সনঞ্চচালনায় ছিলেন শামসুউদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডা. জাফরুল্লাহ চৌধুরী,ট্রস্টি-গণস্বাস্থ্য কেন্দ্র। আরো উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক-নাগরিক ঐক্য। নূরুল হক নূর, সদস্য সচিব-গণ অধিকার পরিষদ, সাবেক ভিপি-ডাকসু। শাহাদাত হোসেন সেলিম মহাসচিব-এলডিপি। মজিবুর রহমান মঞ্জু, সদস্য সচিব- ছবি পার্টি বাংলাদেশ। এ্যাডভোকেট মুহাসিন রসিদ গণ ফোরাম। সৈয়দ মোঃ জয়নুল আবেদীন মেসবাহ,এ্যাডভোকেট- এল এল-এম, এম এ (ইংরেজী)। শেখ রফিকুল ইসলাম বাবলু, সেক্রেটারি-ভাসানী-অনুসারী পরিষদ। কাজী আবুল খায়ের, মহাসচিব- মুসলিম লীগ। মাওলানা রাজিবুল হক, সভাপতি-হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি কিন্তু এই সরকারের মতো ক্ষমতা লোভী সরকার আমি দেখি নাই। এই সরকার ক্ষমতায় এসে কওমি মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের ওপর এবং বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা গুম নির্যাতন করেছে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই সরকার সবচেয়ে বেশি ধর্ম ব্যবহার করছে। এই আওয়ামী লীগ সরকার দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। আমরা লড়াই করি গণতন্ত্রের জন্য। আমি এবং আমার দল গণতন্ত্রকে বিশ্বাস করে। আমি এবং আমার আমার দল সকল আলেলসহ কারাবন্দীদের মুক্তির দাবি জানাচ্ছি।
ভিপি নূর বলেন, আমি এবং আমার দল উদ্বিগ্ন এই সরকারের প্রতি। মামুনুল হকের যে মামলা দায়ের করা হয়েছে সেটা নাকি নিজের স্ত্রী কর্তৃক ধর্ষণের মামলা। এটাও সম্ভব এই সরকারের আমলে। আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থা এই গুলো করছে। নড়াইলের যে শিক্ষকের জুতার মালা পড়ানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। মাদ্রাসার ছাত্র শিক্ষক মার খেলে পত্র-পত্রিকায় লেখা যাবে না। আওয়ামী লীগ সরকার যা শুরু করছে তারা হয়তো আলেমদের বিকল্প তৈরি করে ফেলবে। বিএনপি বিগত কয়েক বছর ধরে বেগম জিয়ার মুক্তির দাবি জানিয়ে আসছে কিন্তু তারা পারে নাই। আমি মনে করি এই সরকারের পতন ঘটাতে হবে তাহলেই তাদের মুক্তি করা সম্ভব। এখনও সময় আছে বেগম জিয়া সহ তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখছে তাদের কে মুক্তি দিতে হবে। ঈদের আগেই আমি তাদের মুক্তির দাবি জানাই।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি ব্যক্তি মামুনুল হককে পছন্দ করি না, আমি আলেম মামুনুল হককে পছন্দ করি। চলেন ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেড়াও করি। আলেমদের সহ বেগম জিয়া কে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা হাইকোর্ট ছাড়ব না।




রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ 