
শনিবার ● ১২ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » রাঙ্গুনিয়া থানার ওসি’র সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
রাঙ্গুনিয়া থানার ওসি’র সাথে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: রাঙ্গুনিয়া মডেল থানার ওসি -তদন্ত’র সাথে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয় ১১ এপ্রিল শুক্রবার বিকেলে।
ওসি-তদন্ত সুজন হালদার বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের সাথে সাংবাদিকদের দায়িত্ব অনেক। রাঙ্গুনিয়াকে সন্ত্রাস, মাদকমুক্ত, আইন শৃঙ্খলা ঠিক রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকগণ সত্য ঘটনা পরিবেশনের মাধ্যমে জাতি সঠিক পথ নির্দেশনা পেয়ে থাকে। জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা।
তিনি বৈষম্য বিরোধী সাংবাদিকদের কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। রাঙ্গুনিয়া শান্তি শৃংখলা রক্ষার্থে সাংবাদিকদের পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন।
এই সক্ষাৎকারে প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ অপু বলেন, আমরা সংবাদ কর্মীরা রাঙ্গুনিয়াকে একটি সুশৃঙ্খল এবং সমৃদ্ধশালী এলাকা হিসেবে গড়ে তুলতে প্রশাসনকে যথাসাধ্য সার্বিক সহযোগিতা দিয়ে যাব।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপুর নেতৃত্বে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, আজিজুল ইসলাম, রাহাত মামুন, মো. ইদ্রিস, মোহাম্মদ নেজাম উদ্দিন, জাকিরুল ইসলাম, জসিম উদ্দিন, মুজিবুল্লাহ আহাদ, নাজিম উদ্দীন, মো. ইউসুফ, সেকান্দর হোসেন শান্ত, মোরশেদ আলম, মো. ইয়াছিন আরাফত,মীর জুলহাজ, দিদারুল আলম ও মঈন উদ্দিন প্রমূখ।