
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » ছোট সাজ্জাদকে নিয়ে রাউজানে র্যাব -পুলিশের অভিযান
ছোট সাজ্জাদকে নিয়ে রাউজানে র্যাব -পুলিশের অভিযান
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: নগরের চান্দগাঁও থানার শিশু তাহসিন হত্যা মামলার আসামী চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে নিয়ে রবিবার ৬ এপ্রিল রাতে র্যাব-পুলিশের একটি দল রাউজানে অভিযান পরিচালনা করেছে। দেখা গেছে, কদলপুর ইউনিয়নের সৌমাজ্জাহাট বাজারে পুলিশ মাইকিং করে জানান, ছোট সাজ্জাদের মতো আর কেউ যাতে গড়ে ওঠার চেষ্টা না করেন। যদি কেউ ছোট সাজ্জাদের মতো হয়ে ওঠার চেষ্টা করেন তাদের পরিনতি এই ছোট সাজ্জাদের মতো হবে। রাউজানকে সন্ত্রাস মুক্ত করতে সবার সহযোগিতা কমনা করেন। এর আগে রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের আদালত এই সন্ত্রাসীর ৫ দিন রিমান্ড মঞ্জুর করেন। তারও আগে একই মামলায় গত ১৬ মার্চ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। ছোট সাজ্জাদকে ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাউজান থানা পুলিশ মনিরুল ইসলাম অভিযানের কথা স্বীকার করেন।
রাউজান থানার বিশেষ অভিযানে অস্ত্রসহ
ওয়ারেন্টভুক্ত ৩ আসামীকে গ্রেফতার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: রাউজান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম এর নেতৃত্বে গত শনিবার রাত্রিকালীন অভিযানে এই সন্ত্রাসীকে আটক করে বলে জানা যায়। পুলিশ জানিয়েছে (৫ এপ্রিল) ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান করাকালে রাত তিনটায় নোয়াপাড়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের জানতে পারে ওয়ারেন্টভুক্ত আসামী উরকিরচর ইউনিয়নের মোঃ সাজেদ শরীফ শাকিল পূর্ব উরকিরচর সরদার আলী মুন্সীর বাড়িতে অবস্থান করছে অপর একটি মামলার আসামী শফিউল আজম রিয়াজ বসতঘরে অবস্থান করছে। এই সংবাদে ওসি এর নেতৃত্বে আসামী শফিউল আজম রিয়াজ ও মোঃ সাজেদ শরীফকে গ্রেফতার করে। ওই সময় আরেক আসামী শাকিলকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে আসামীদের হেফাজত থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ০৪ রাউন্ড কার্তুজ, ১টি চাপাতি, ১টি স্টিলের ছোরা, ৩টি দামা, ১টি কিরিচসহ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
কৃষিজমি কাটা ও ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজান :: চট্টগ্রামের রাউজানে কৃষিজমি কাটা ও ইউভাটা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। রবিবার ৬ এপ্রিল সকালে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালারমুখ এলাকার কাজীপাড়ার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরিবেশে রক্ষার জন্য মানববন্ধন কর্মসূচীতে কয়েক শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। দেখা গেছে,
স্কেভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। কৃষিজমি কেটে গভীর গর্তে রূপান্তর করা হয়েছে। মাটিবাহী ও ইটভাটার পরিবহনে ভেঙে গেছে অধিকাংশ সড়ক। ধুলোবালিতে অতিষ্ঠ জনসাধারণ, বৃক্ষগুলোতে পড়েছে ধুলোবালির প্রলেপ। এমন ভয়াবহ পরিবেশ দূষণ থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শত শত নারী-পুরুষ। অংশগ্রহণকারীদের কারো কারো হাতে ছিল ধুলো বালি মুক্ত পরিবেশ চাই, কৃষি জমি থেকে মাটি কাটা বন্ধ চাই, অবৈধভাবে খাল থেকে বালি উত্তোলন বন্ধ চাই, অবৈধ ইটভাটা বন্ধ চাই লেখা সম্বলিত পেস্টুন। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার মানুষেরা মাঝে ইটভাটার বিষাক্ত ধোঁয়া, কৃষিজমি থেকে মাটি কাটে নিয়ে যাওয়া পরিবহনে ধুলোবালিতে শ্বাসকষ্টসহ নানা জটিলরোগে আক্রান্ত হচ্ছেন। মানবদেহে মরণ ব্যাধি নানা রোগ বাসা বেধেঁছে। সুস্থদেহে বাঁচতে চাই আমরা। বর্ষা কিংবা শুষ্ক মৌসুমেই আমাদের দুর্ভোগ পোহাতেই হয়। ধুলোবালির কারণে শিশুরা স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের ৯ নম্বর ওয়ার্ডের পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব দেখার কী কেউ নেই। আপনারা সরেজমিন পরিদর্শন করে এসব অপতৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। পরিবেশ রক্ষা করে আমাদের সুস্থ্য-স্বাভাবিকভাবে বাঁচতে দিন। আমাদের রাস্তা দিয়ে বালুবাহী, ইটবাহী এবং মাটিবাহী যানবাহন চালাচল বন্ধ করার পাশাপাশি সড়কটি সংস্কার করতে হবে। আমরা এসব অবৈধ ইটভাটা পরিচালনা, অবৈধ বালু উত্তোলনকারীসহ পরিবেশ ধ্বংসযজ্ঞের প্রতিবাদ করায় আমাদের প্রাণ নাশের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ রাজু, সাইমন হোসেন জিসান, মো. রনি, মোহাম্মদ বাপ্পু, ছকিনা বেগম, রুজি আক্তারসহ প্রমুখ।