
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ছবি গ্যালারী » মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র খোশরোজ শরীফ অনুষ্ঠিত
মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী (রহঃ)’র খোশরোজ শরীফ অনুষ্ঠিত
ফটিকছড়ি প্রতিনিধি :: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র করুণাধন্য খলিফা হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৬৬তম খোশরোজ শরীফ (মহান ১৩ চৈত্র) ২১ মার্চ ৭ চৈত্র ফটিকছড়ি নানুপুর রওজা শরীফ প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।
ওরশ উপলক্ষে খতমে কোরআন,খতমে গাউছিয়া শরীফ,খতমে তাউয়াল্লাদ শরীফ,মিলাদ মাহফিল,আলোচনা সভা,সেমা মাহফিল,ইফতার মাহফিল,তাবরুক বিতরনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। ওরশ শরীফে অতিথি ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসাইন মির্জাপুরি।
এসময় মীর শফি উল্লাহ,হাজী মোহাম্মদ ইউছুপ,মোহাম্মদ ইউনুচ,বটন কুমার দে,মোহাম্মদ আবুল কালাম,মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ মনিরুল হক,জিয়াউল হক মামুন,রেজাউল করিম লিটন,মোহাম্মদ আজগর আলি,মোহাম্মদ মোরশেদুল আলম,মোহাম্মদ জামশেদ,মওলানা মোহাম্মদ মহিউদ্দিন,মোহাম্মদ হারুন,আলি নেওয়াজ,আলি আকবর,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ নাজিম উদ্দিন,সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম,মোহাম্মদ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ মাইজভাণ্ডারী শাহ শাহেব (রহঃ)’র ৬৬তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র পবিত্র শবে কদরের কারনে ২১ মার্চ ৭ চৈত্র অনুষ্ঠিত হয়।