
বৃহস্পতিবার ● ২০ মার্চ ২০২৫
প্রথম পাতা » এগিয়ে যাও বাংলাদেশ » মানিকছড়িতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মানিকছড়িতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোর্টার :: রাঙামাটির মানিকছড়িতে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রাঙামাটি সদর জোন ও মরহুম রফিক উদ্দিন-মোনায়ারা ফাউন্ডেশনের সহযোগিতায় ১৯ মার্চ বুধবার মানিকছড়ি ঈদগাহ মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জোন কমান্ডার কর্নেল মোহাম্মদ জুনাঈদ উদ্দিন শাহ্ চৌধুরী, এসইউপি,পিএসসি।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জোন টুআইসি মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউর রহমান এবং মুহাম্মদ আব্দুল হান্নান বিন রফিক উদ্দিন।
এ সময় ২ শতাধিক অসহায় গরিব দুঃস্থ মানুষের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা ও অতিথিরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে স্বাগত জানান। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক।
প্রধান অতিথি পরে মানিকছড়িতে জামিয়া আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসার নির্মাণাধীন ৩য় তলার কাজ পরিদর্শন করেন।