শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে : সাইফুল হক
সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে : সাইফুল হক
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী রাজনৈতিক কর্মশালা উদ্বোধন করতে যেয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে। রাজনীতিকে জনসেবার পরিবর্তে ক্ষমতাসীনরা দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিনত করেছে । এজন্য যেকোন ভাবে তারা ক্ষমতায় টিকে থাকত চায়। বিরোধী দলে থাকাকে তারা ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আদর্শিক নীতিনিষ্ঠ রাজনীতিকে তারা নির্বাসনে পাঠিয়েছে।
তিনি বলেন, ভোটের নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় থাকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা না থাকায় সরকার দেশে চালাতে পারছেনা।বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের নৈরাজা দেখা দিয়েছে। তিনি বলেন, এই অবস্থা পরিবর্তনে এই সরকারকে বিদায় দেয়া ছাডা আর কোন পথ নেই।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আদর্শিক ও রাজনৈতিক বিষয়ে এই কর্মশালা চলছে।
কর্মশালায় দুই অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু,ফিরোজ আহমেদ, এপোলো জামালী,সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম প্রমুখ।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।




ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ
পাবর্তীপুরে বনবিভাগের গাছ কাটলেন আওয়ামী নেতা
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের অভিষেক
ঝিনাইদহে উৎযাপন হয়েছে মানব কল্যাণ সংঘের ৪র্থ বর্ষ
মিরসরাইয়ে ইয়াবাসহ যুবদল নেতা ছালাউদ্দিন গ্রেফতার
রাজনৈতিক দলসমূহের সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটিতে বিপ্লবী যুব সংহতির জেলা কাউন্সিলে ৩৫ বিশিষ্ট কমিটি গঠন
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা 