বুধবার ● ২৪ মে ২০২৩
প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার ও সরকারি দল বেসামাল হয়ে দেশকে ভয়ংকর বিপদের দিকে নিয়ে যাচ্ছে
সরকার ও সরকারি দল বেসামাল হয়ে দেশকে ভয়ংকর বিপদের দিকে নিয়ে যাচ্ছে
সংবাদ বিজ্ঞপ্তি :: ২৩ মে ২০২৩ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের ঢাকা দক্ষিণের পদযাত্রা শুরু হয় এবং পুরানো ঢাকার বাহাদুর শাহ পার্কে সমাবেশের মাধ্যমে পদযাত্রা শেষ হয়। অবৈধ সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। গণতন্ত্র মঞ্চের আত্মপ্রকাশ আন্দোলনের ধারাবাহিক কর্মসূচী হিসাবে ছিল এই পদযাত্রা।
পদযাত্রার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের নেতৃবৃন্দ বলেন, সরকার বেসামাল হয়ে পরিকল্পিত ভাবে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। সরকার তার অবৈধ ক্ষমতাকে গায়ের জোরে টিকিয়ে রাখতে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচিতেও হামলা করছে; রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে বিরোধীদের দমন করার করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারি দলের সাধারণ সম্পাদকের কথিত প্রতিরোধের ডাক সংঘাত, সংঘর্ষ ও সহিংসতার উসকানি দিচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ এখন আর ভোটের অধিকার - গণতন্ত্রে বিশ্বাস করে না; জবরদস্তি করে ক্ষমতায় থাকতেই তারা পছন্দ করে। নিয়মতান্ত্রিক ভাবে সরকার পরিবর্তনের রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। গণতান্ত্রিক ধারার দল থেকে তারা এখন সন্ত্রাসনির্ভর গণবিরোধী লুটেরাদের রাজনৈতিক দলে পরিনত হয়েছে। সমগ্র দেশ ও জনগণকে তারা সব দিক থেকে গভীর খাদে নিক্ষেপ করেছে।
নেত্ববৃন্দ গণসংগ্রাম জোরদার করে এই সরকারকে বিদায় দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আহবান জানান। তারা দেশ ও জনগণকে বাঁচাতে দেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার ডাক দেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু,জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সহসভাপতি সিরাজ মিয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম। সমাবেশ পরিচালনা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।
সমাবেশ ও পদযাত্রায় আরও অংশগ্রহণ করেন গনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন প্রমুখ।
সমাবেশে মাহমুদূর রহমান মান্না বলেন এই ভোট ডাকাত গনবিরোধী সরকারকে দেশের মানুষ আর দেখতে চায়না। জনগণ অল্পদিনের মধ্যে এই সরকারকে বিদায় দেবে।সবাই মিলে অচিরে সেই কর্মসূচীও আমরা ঘোষণা করব।
সাইফুল হক বলেন, তথাকথিত শান্তি সমাবেশে চট্টগ্রামের বাঁশখালিতে আওয়ামী লীগের এমপি যখন প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মিছিলে মিছিল করেন তখন বোঝা যায় সরকার ও সরকারি দল দেশকে পুরোপুরী নৈরাজ্য আর হানাহানির পথে ঠেলে দিচ্ছে.।
জোনায়েদ সাকি এই সরকারের পায়ের নীচে মাটি না থাকায় নানা ছুতায় বিরোধী দল তাদের আন্দোলনকে দমন করতে তৎপর। কিন্তু দেশের মানুষ এই সরকারকে বিদায় দিয়েই ঘরে ফিরবে।
শেখ রফিকুল ইসলাম বাবলু এই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের ডাক দিয়ে বলেন এই জালেম সরকার বিদায় না দিয়ে আমরা দেশকে রক্ষা করতে পারব না।
এডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।এই সরকারের পতন ঘটিয়ে দেশে জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
সিরাজ মিয়া বলেন,অতীতে দমন নিপীড়ন চালিয়ে কোন স্বৈরাচারী সরকার শেষ রক্ষা করতে পারেনি,এই সরকারকে মানুষ বিদায় দেবে।
সমাবেশ শেষে তীব্র গরম উপেক্ষা করে নেৃতৃবৃন্দসহ পদযাত্রা শুরু হয় এবং বাহাদুর শাহ পার্কের সামনে এসে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়। এখানে নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার আগামী ২৮ মে বেলা ১১ টায় মালিবাগ রেলগেট থেকে ঢাকা উত্তরের পদযাত্রা সফল করার আহবান জানান।




আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে আরপিও চূড়ান্ত করায় ক্ষোভ প্রকাশ
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
টেকসই হবেনা - এমন পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকুন
তীর্থ ভ্রমনে বিজয়ানন্দ থেরো
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ
থেরবাদী বৌদ্ধদের শ্রেষ্ঠতম জাতীয় ধর্মীয় উৎসব শ্লোগান নিয়ে শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
ফেব্রুয়ারীর সুষ্ঠু নির্বাচনই কেবল এই সরকারকে মুক্তি দিতে পারে 