মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে গাড়ি আটকে বিএনপির নেতাকে ছুরিকাঘাতে খুন
সিলেটে গাড়ি আটকে বিএনপির নেতাকে ছুরিকাঘাতে খুন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট নগরে ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল খুন হয়েছেন। তার গাড়ী আটকিয়ে খুন করা হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সিলেট ল’ কলেজের জিএস ছিলেন।
রবিবার ৬ নভেম্বর রাত সোয়া ৮ টার দিকে নগরের আম্বরখানা বড়বাজারে এ ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।
তিনি বলেন- ‘কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি।’
সিলেটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার থানায় মামলা
বিশ্বনাথ :: সিলেট নগরীর পাঠানটুলাবাসায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া তাদের লাশের সোমবার (০৭ নভেম্বর) ময়নাতদন্ত হবে।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান সোমবার (০৭ নভেম্বর) সাংবাদিকদের বলেন, রোববার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। আজ ময়নাতদন্ত হবে। পরে লাশ তাদের পরিবারে হস্থান্তর করা হবে’
তিনি বলেন, ‘এ ব্যাপারে পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।’
জানা যায়, রবিবার (৬ নভেম্বর) সিলেট নগরীর পাঠানটুলাবাসার একটি কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাদের লাশ। নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাগ ইউনিয়নের রাজাবাজ গ্রামের নির্ণয় দাসের মেয়ে শিপা দাস ও একই গ্রামের রুকুনি তালুকাদেরর ছেলে রিপন তালুকদার।
তারা পল্লবী আবাসিক এলাকার ধীরেন্দ্র দের ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। এই দম্পতির দুই বছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। রিপন একটি বিস্কুট কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এই দম্পতি ওই বাসায় প্রায় সাত মাস ধরে বসবাস করছিলেন।
রোববার সকাল ৯টার দিকে ওই ঘরের মধ্যে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। বাইরে থেকে তখন ডাকাডাকি করে রিপন ও শিপার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানানো হয় জালালাবাদ থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে পৃথক কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ওই ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লিখা আছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো। ’তবে চিরকুটটি শিপা নাকি রিপন লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।




ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
জবরদস্তির পথে আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করা যাবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার ঘাগড়া ও বেতবুনিয়াতে গণসংযোগ
কাউখালীতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন
রামগতিতে তানিয়া রবের জনসভায় সন্ত্রাসী হামলার ঘটনায় গণতন্ত্র মঞ্চের নিন্দা
অতীতে দেখেছি অনেক ভোটকেন্দ্র দখল হয়ে গেছে এটা আর যেন না হয় : জুঁই চাকমা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার গণসংযোগ ও পথসভা
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
পার্বত্য বড়ুয়া জনগোষ্ঠীর কনভেনশন, দাবি : স্বীকৃতি ও প্রতিনিধিত্ব 